এলাটিং বেলাটিং ১
এই এক আশ্চর্য খেলনানগর। এখানে একলা কিশোরী দেখে জানলায় উড়ে আসে লক্ষ্মীপ্যাঁচা, বন্ধুহীন বালিকার জন্যে বৃত্ত জুড়ে বৃষ্টি নামে, রাতের ট্রেনের জানলায় জেগে থাকে ঘুম ঘুম মুখ।
একুশ জন বিভিন্ন বয়সের লেখিকা সাজিয়েছেন ঝুলনের মতো তাঁদের একান্ত বালিকাবেলা, পেতেছেন শখ ও আদরের স্মৃতির শীতলপাটি ।
এ বইতে ধরা রইল একাত্তরে পিতৃহীন কিশোরীর কথা, আটাত্তরের বন্যা, নকশাল আন্দোলনের ঝড়ঝঞ্ঝা, বসন্তের বজ্রনির্ঘোষ। বালিকাবেলার নিপুণ আয়নায় ধরা রয়েছে আর্থসামাজিক বদলের ছায়াচিত্র, জেন্ডারপাঠের মঙ্গলকাব্য।
বাউলনীর কাঁথার মতো এই বই। দরবেশের আলখাল্লার মতো উদাসী পাতাগুলিতে আগাগোড়া সেলাই রয়েছে পুতুলখেলা, রান্নাবাটি, ফ্রক-ইজের, প্রথম স্কুলের দিন, প্রথম ঋতুকাল, প্রথম প্রেমের রেশমী কোমল সব টুকরো। মহামাতৃকুলের স্মৃতি নিয়ে লেখা এই বই ধারণ করে আছে অন্তত বছর সত্তর ব্যাপ্তির বালিকাবেলার সেই কোকুন, যার ভিতরে শিশুকন্যারা ক্রমাগত বদলে গিয়েছে তারুণ্যে।
এলাটিং বেলাটিং ২
বালিকাবেলার নরম আশ্রয় ছেড়ে হঠাৎ বড় হয়ে যাওয়ার নিরন্তর উজানযাত্রার গল্প এলাটিং বেলাটিং। স্ত্রীলিঙ্গের সচেতন সামাজিক নির্মাণ দুই খণ্ডের সুবৃহৎ সংকলনে। যা পড়তে পড়তে বর্ণবৈচিত্র্যে মনে করাবে দেবারতির মামার বাড়ির ক্রেজি চায়না মেঝেকে। ঈশানীর দিদার বানানো নারকেলি চিড়ে আর ইচামুড়োর অলীক স্বাদ পৌঁছে দেবে পাঠকের কাছে। কাছে নিয়ে আসবে চান্দ্রেয়ীর একান্ত হলদে আলো। উদ্ভিন্ন কিশোরীকালে তবু অকস্মাৎ করাল ছায়া ফেলে হলুদ পাখিদের কলুদ বনে উড়ে আসে রাক্ষসপ্রতিম কিছু। ছিঁড়ে ফ্যালে গাঙচিল শালিখের প্রাণ। ছিন্নবিচ্ছিন্ন পড়ার বইএর মলাটের মতো তবু ফোঁড় তুলে কেমন করে যেন চলে যায় জীবন, আত্মযাপন, স্মৃতির জোড়াতালিময় সংসার।
সেই সমস্ত অকথিত গল্প শুনিয়েছেন দ্বিতীয় পর্বে প্রজ্ঞাদীপা হালদার, প্রতিমা ঘোষ, বাসবী চক্রবর্তী, ভাস্বতী রায় চৌধুরী, মধুপর্ণা মুখোপাধ্যায়, মণিদীপা বিশ্বাস কীর্তনীয়া, মন্দার মুখোপাধ্যায়, মিতুল দত্ত, মিলি সেনগুপ্ত, যশোধরা রায়চৌধুরী, রত্নদীপা দে ঘোষ, রিয়া চট্টোপাধ্যায়, সঙ্গীতা দাশগুপ্ত রায়, সঞ্চয়িতা কুণ্ডু, সঞ্চারী মুখোপাধ্যায়, সত্যবতী গিরি, স্বাতী গুহ, স্বাতী বন্দ্যোপাধ্যায়, সীমা গঙ্গোপাধ্যায়, সুমনা সান্যাল, যোষিতা এবং সোহিনী দাশগুপ্ত।
আলোচনা সমালোচনাগুলি পড়তে ছবির উপর ক্লিক করুন।


