আমরা ছড়িয়ে পড়ছি পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় বিভিন্ন প্রকাশনীর হাত ধরে। এখন আমরা আছি আগরতলা বইমেলায় উবুদশের স্টলে। স্টল নম্বর এম ৪২। মেলা শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি চলবে ১১ মার্চ পর্যন্ত। আগরতলার বন্ধুরা পাচ্ছেন ৯ঋকাল (Lyriqal Books) এর চিত্রল বইগুলি হাতে নিয়ে অনুভব করার সুযোগ। সীমিত সংখ্যক বই থেকে বেছে নিন আপনার প্রিয় বইটি। মনে রাখবেন সব বই বই নয়, কিছু কিছু বই। আমরা আছি হাডকো মোড় উল্টোডাঙায় বিধান শিশু উদ্যানের বিধান বইমেলায়। ভারি মনোরম পরিবেশে শান্তিপূর্ণ আয়োজনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। আমরা আছি অভিযান পাবলিশার্সের স্টলে, স্টল ৩০+৩১ । এই মেলা চলবে ১৪ মার্চ পর্যন্ত। সুতরাং আমরাই এবার কড়া নাড়ছি আপনাদের দোরগোড়ায়।
প্রচুর ডাকাডাকি হয়েছে, সুসময় কাছে এসো, সুসময়ে দেখা হবে ইত্যাদি, সুপর্ণার মতো সুসময় ভদ্রলোক ছিলেন আগাগোড়া নিরুত্তর। আপাতত বেনোজলের সঙ্গে ফুটছে দু-চারটে পলাশ, মাদার, শহরে এখন দিকে দিকে মেলা। সঙ্গতি, সংহতি সবেতে পরিপূর্ণ আমাদের ভোটের তরজা মাখা শহর। এর মধ্যেই ‘মাতৃভাষাই মাতৃদুগ্ধ’ টাইপের ক্রোড়পত্রে বাৎসরিক কপালঠোকা বাঙালি গুটিগুটি হাজির মেলা প্রাঙ্গণে। পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ড আয়োজিত মেলায় দুরুদুরু বুকে হাজির সময়ের ইতিহাস লিখতে চাওয়া ৯ঋকাল বুকসও তার সমস্ত নৈবেদ্য নিয়ে। আজ ২১ ফেব্রুয়ারি দুপুর দুটো থেকে নয়টা দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের উপর সাউথ সিটি মলের উলটো দিকে অরবিন্দ সেবা সদন হাসপাতাল সংলগ্ন মাঠে শুরু এই বসন্তের বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা ৯ঋকাল বুকস আছি ৪৭ নম্বর স্টলে, মনে রাখবেন স্বাধীনতার ৪৭, সময়ের নির্মাণ। সব বই বই নয় কিছু কিছু বই।
পুরনো বিজ্ঞাপন
কাল ছিল ৯ঋকাল বুকসের জন্মদিন খালি, আজ ফুলে গেছে ভরে। আগামী ২৪ ঘণ্টার জন্য বিশেষ ছাড়ে পাবেন কেবল ৯ঋকাল বুকসের বই। ঘরে বসে সারা ভারতে এই বই পাবেন নূন্যতম ডেলিভারি খরচে এবং কোনও COD নেই। বিশদ জানতে, সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য হোয়াটস অ্যাপে +91 9748747487 নম্বরে যোগাযোগ করুন এখনই। বিদেশ থেকেও উপহার পাঠাতে পারেন দেশের যে কোনও জায়গায়। তবে এই সুযোগ ভারতীয় সময় ২৬ সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত প্রযোজ্য।৯ঋকাল বুকস ধন্যবাদ জানাতে চায় যাঁরা ভরসা যুগিয়ে চলেছেন নিরন্তর। আপনাদের ভাবনা, শ্রম ও ভালবাসায় এগিয়ে চলেছি আমরা। জ্ঞান ও শিল্পের সুষম মেলবন্ধনের নাম ৯ঋকাল বুকস। সব বই বই নয়, কিছু কিছু বই। এই প্রচারে ব্যবহৃত সমস্ত শিল্প মেক্সিকান শিল্পী পল বন্ডের আঁকা।
জোড়ায় জোড়ায় সাপ্তাহিক লকডাউন বাকি আর কিছু জোড় বাঁধছে না।অদম্য জোড়ারা আপাতত যে যার বাড়ি। পার্ক খালি, ভিক্টোরিয়ায় ঘোড়া নেই, ময়দানে ঘোরাঘুরি নেই। নেই সর্বস্ব জীবনে হাতে রইল কোমর্বিডিটি। টিকটিকি, গিরগিটি এসবও জোড়ায় দেখতে হলে আর্ট ফিল্ম ভরসা।এই সব সাত-পাঁচ ভেবে ৯ঋকাল বুকস নিয়ে এল আনলক ২ এর লাকি অফার ‘জোড়কদম’। একই লেখক বা একই বিষয়ের দুটি বইতে পাবেন ১০% ছাড় সঙ্গে সারা ভারতে ফ্রি ডেলিভারি। বিশদ জানার জন্য বা সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য হোয়াটস অ্যাপে বা টেলিগ্রামে 9748747487 এই নম্বরে লিখে পাঠান ‘জোড়কদম’। আর নির্দেশমতো কদম কদম বাড়িয়ে যান।
700025
আমরা এখন ইন্ডিয়া পোষ্টে
রবিবার ও অন্যান্য ছুটিরদিন বাদে ৯ঋকাল বুক্সের সমস্ত বই এখন থেকে পাওয়া যাবে কলকাতার পোষ্ট অফিসগুলিতে। এই সিরিজের প্রথম আউটলেটটি চালু হল ভবানীপুরে। রমেশ মিত্র রোডের ৭০০০২৫ এখন থেকে পাবেন ৯ঋকাল বুক্সের সমস্ত বইপত্র হাতে নিয়ে দেখার সুযোগ। একে একে যে পোষ্ট অফিসে সেলস কাউন্টার খোলা হবে তা জানিয়ে দেওয়া হবে www.lyriqalbooks.com এ।
এছাড়াও ৯ঋকাল বুক্সের সমস্ত বই পাবেন কলেজ স্ট্রিটের সর্বত্র, দক্ষিণ কলকাতার ক্যাফে কবিরা, ফার্স্ট ফ্ল্যাশ ক্যাফেতে। বিপণনে আগ্রহী হলে মেল করুন lyriqal.books@gmail.com এ।