শঙ্কু অভিযান
লেখক – প্রসেনজিৎ দাশগুপ্ত
প্রচ্ছদ চিত্র ও অলংকরণ – সত্যজিৎ রায়
সম্পাদনা – সুমেরু মুখোপাধ্যায়
শিরোনামলিপি- সত্যজিৎ রায়
শিল্পনির্দেশনা – সায়ন্তন মৈত্র
প্রচ্ছদ রূপায়ন ও বই নকশা – ময়াঙ্ক রাই
পৃষ্ঠা –২৫৬
ডিমাই সাইজ, হার্ড বাউন্ড, কাপড়ে বাঁধাই
মূল্য – ৪০০ ভারতীয় টাকা
ISBN – 978-93-87577-21-3

অনলাইন কিনতে – বইচই বা থিংকারস লেন
































ডায়েরি লেখার সময় কোনও মানুষ নিজের সম্পর্কে বিশেষ লেখেন না। প্রোফেসর শঙ্কু ডায়েরি লিখতেন নিজের কথা ভেবেই। তাই তাঁর সমস্ত অভিযানের খবর আপামর বাঙালির জানা। কল্পনা ও বিজ্ঞানের জটিল সমীকরণ মুছে প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু আমাদের অতি আপনার জন।প্রোফেসর শঙ্কুকে যতই লোকে মনে করুক বিলেতের জর্জ এডওয়ার্ড চ্যালেঞ্জার কিংবা হেঁসোরাম হুঁশিয়ার বা নিধিরাম পাটকেলের আদলে সৃষ্টি, আমরা, শঙ্কু এবং সত‍্যজিতের ভক্তরা কিন্তু জানি এবং মানি তিনি রক্তমাংসে গড়া বাস্তব মানুষ, তবে সাধারণ মানুষের থেকে বুদ্ধিতে কয়েক আলোকবর্ষ এগিয়ে।

অনেক খুঁজেও গিরিডিতে যেহেতু তাঁর সন্ধান পাওয়া গেল না, তাই ধরে নিতে হল তিনি মিরাকিউরল, সেরিব্রিল‍্যান্ট, নার্ভিগার, প্রভৃতির জোরে এখনও বহাল তবিয়তে কাজ করে চলেছেন ইংল্যান্ডের কান্ট্রিসাইডে বা চ‍্যানেলের কিনারার কটেজে, কিংবা স্কটিশ হাইল‍্যান্ডের প্রাসাদে, নয়তো জার্মানি বা অস্ট্রিয়ার কোনও শ্লসে, অথবা ফরাসি রিভিয়েরার কোনও ভিলায়, প্রহ্লাদ ও নিউটনের সান্নিধ্যে। প্রোফেসরের নাগাল না পাওয়ায় মানুষটিকে জানা ও চেনার চেষ্টা করতে হল তাঁর প্রকাশিত ডায়রিগুলি থেকে আহরিত তথ‍্যাবলী ও কিছু যুক্তিসংগত অনুমানের ভিত্তিতে। শঙ্কুর সন্ধানে করা সেই অভিযানের ফলাফল এই বই।

প্রসেনজিৎ দাশগুপ্ত

হাওড়া দেওয়ানী আদালতের আইন ব্যবসায়ী। পিতা এবং পিতামহ উভয়েই ছিলেন আইনজীবী। পেশাগত বিষয় ছাড়া প্রত্নতত্ত্ব, শিল্পকলা, রহস্য, গোয়েন্দা ও ভৌতিক সাহিত্য, বিদেশি ছায়াছবি প্রভৃতির প্রতি প্রসেনজিতের গভীর অনুরাগ। শখ―বেড়ানো, বই পড়া আর ফোটোগ্রাফি। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্মৃতিবিজড়িত এবং ধর্মীয় ঐতিহ্য সম্বলিত স্থানের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ। লেখালেখির বিষয় ভ্রমণকাহিনি, প্রত্নতত্ত্ব, রহস্য ও গোয়েন্দা বিষয়ক আলোচনা।

ফোটো- ঋতজিৎ দাশগুপ্ত

পত্র পত্রিকায় প্রকাশিত আলোচনা সমালোচনাগুলি পড়তে ছবি বা লিংকে ক্লিক করুন।

সাপ্তাহিক বর্তমান, ১৫ অগাস্ট ২০২০

আনন্দবাজার পত্রিকা ০১ মে ২০২১

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত রিভিউটি ডিজিটাল আর্কাইভ থেকে পড়তে সরাসরি ক্লিক করুন এইখানে। সমালোচক লিখেছেন-

“প্রোফেসর শঙ্কু কে? কী তাঁর পিতৃপরিচয়? তাঁর জন্মদিন কবে? তিনি কোন কোন দেশে গিয়েছেন? তাঁর প্রিয় বন্ধু কারা? কত সংখ্যক অত্যাশ্চর্য বস্তু আবিষ্কার করেছেন তিনি? প্রোফেসর শঙ্কুর ডায়েরিগুলো যাঁরা গুলে খেয়েছেন, তাঁদের হয়তো এই সব উত্তরই ঠোঁটস্থ। কিন্তু এই প্রশ্নাবলি সামলানোর মতো ক্যাটালগজাতীয় কিছু সাধারণ পাঠকের হাতের নাগালে থাকলে চরিত্রটাকে চিনতে-জানতে আরও সুবিধা হয়। সেই অভাব পূরণ করল প্রসেনজিৎ দাশগুপ্তের শঙ্কু অভিযান।

বাংলা ভাষায় শঙ্কু নিয়ে বই আগেও লেখা হয়েছে। তবে, এমন পূর্ণাঙ্গ কোনও গবেষণাগ্রন্থ ছিল না, বলাই যায়। প্রোফেসর শঙ্কু ও তাঁর বিচিত্রকর্মা জীবন সম্পর্কে কোনও প্রশ্ন মনে জাগলে, কিংবা কোনও তথ্য নিয়ে ধন্দ জাগলে এই বইয়ের পাতা উল্টালেই হল, হাতের কাছে মিলে যাবে উত্তর। এই বইয়ের আর এক মস্ত গুণ, শঙ্কুর ডায়েরিগুলি থেকে তথ্য সংগ্রহ করে কিছু ‘যুক্তিসঙ্গত অনুমান’-এর চেষ্টাও রয়েছে। শঙ্কু বিষয়ক অনেকগুলো কাহিনির মধ্যে যে যোগসূত্র ছিল, তা খুঁজে দেখার চেষ্টা করেছেন লেখক। তিনি জানিয়েছেন, বিলিতি অধ্যাপক জর্জ এডওয়ার্ড চ্যালেঞ্জার বা দেশি বিজ্ঞানী হেঁসোরাম হুঁশিয়ার বা নিধিরাম পাটকেলের আদলে মোটেই তৈরি নন শঙ্কু। তিনি আদ্যন্ত স্বকীয় এবং রক্ত-মাংসে গড়া এক মানুষ। উল্লেখ্য, এর আগে ফেলুদা নিয়েও এমন চমৎকার, মৌলিক, অলঙ্করণসমৃদ্ধ গবেষণাগ্রন্থ লিখেছিলেন প্রসেনজিৎ, এ বার সত্যজিতের আর এক স্মরণীয় চরিত্র শঙ্কু বিষয়ক এই বইটিও পাঠককে যথেষ্ট আনন্দ দেবে।”