সাধারণ ঘরের মেয়ে প্রভাতী কেমন করে কিংবদন্তী আঙ্গুরবালা দেবীতে রূপান্তরিত হলেন তার হদিশ এই বই। সঙ্গীত সাম্রাজ্ঞী আঙ্গুরবালা দেবীর জীবন যেমন ঘটনাবহুল তেমনই রোমাঞ্চকর। শৈশবে সঙ্গীতপ্রীতি, ওস্তাদদের কাছে সঙ্গীত শিক্ষা, প্রথম গানের রেকর্ড ও মঞ্চে অভিনয়, কাজী নজরুল ইসলামের নিকট-সান্নিধ্য, টিক্মগড় ও মহীশূর রাজপ্রাসাদে সঙ্গীত পরিবেশনার অনন্য অভিজ্ঞতার ছিন্ন স্মৃতির কোলাজে সাজানো এই বই। বইটিতে সংযোজিত হয়েছে আঙ্গুরবালা দেবীর রেকর্ডের তালিকা, কিছু গুরুত্বপূর্ণ নথি ও মঞ্চাভিনয়ের দুষ্প্রাপ্য আলোকচিত্র।
প্রশান্ত দাঁ
জন্ম ১৯৪৩ উত্তর কলকাতায়। শিল্প ঐতিহাসিক ও আলোচক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও সাংবাদিকতায় স্নাতোকোত্তর। গত পাঁচ দশক বিভিন্ন পত্র পত্রিকায় শিল্পকলা বিষয়ক লেখালিখি ও বেতার দুরদর্শনে আলোচনা করে চলেছেন। তাঁর লিখিত ও সম্পাদিত অসংখ্য পুস্তক রসিক মহলে আদৃত। পেয়েছেন অসংখ্য পুরস্কার, অন্যতম উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির মনোজ মোহন বসু স্মারক পুরস্কার ২০০৭ সালে।
আলোচনা বা সমালোচনাগুলি পড়তে ছবির উপরে ক্লিক করুন।