৯ঋকালের বন্ধুরা

আমাদের প্রতিটি বই সম্পাদিত। আপনাদের অভিজ্ঞতা আমাদের সম্পাদনা কার্যে বিশেষ সাহায্য করতে পারে। আপনারা আপনাদের অভিজ্ঞতা উল্লেখ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমিদের পাব্লিক হিস্ট্রি প্রোজেক্টের জন্য অনেকজন সম্পাদকের প্রয়োজন। বিদেশে বসবাসকারী/ অভিবাসীদের বাংলা অনেকক্ষেত্রেই যুগোপযোগী নয় সেগুলি উপেক্ষা করে কন্টেন্টের দিকে দেখতে হবে তাতে মানবজাতির প্রয়োজন আছে কী নেই। সেই কাজ করবেন নিয়োজিত সম্পাদকেরা। যারা পাব্লিক হিস্ট্রি লিখছেন এই মানুষগুলি নিজের নিজের কর্ম দক্ষতায় সেরা ও অভিজ্ঞ। তাই আমাদের নানা বিষয়ে সমতুল্য অভিজ্ঞ সম্পাদকের প্রয়োজন। আমাদের সঙ্গে কাজ করতে চাইলে সরাসরি মেল করুন। বাংলা ভাষা কর্মীরা ৯ঋকালের উদ্দেশ্য সম্পর্কে অবহিত হয়ে এই কাজ করবেন, সম্পাদনা কাজের জন্য এককালীন সম্মানিক দেওয়া হবে। আবার অনেক পাণ্ডুলিপি আসছে সম্পূর্ণ ইংরাজিতে। এঁরা কেউই নাম করা লেখক নন কিন্তু অভিজ্ঞতায় পরিপূর্ণ, নতুন কালের কাণ্ডারী, বাঙালি ও অবিভাসী। এগুলো মনোনীত হলে আমাদের অনুবাদে দড় মানুষদের প্রয়োজন। যারা অনুবাদ কাজে দক্ষ হতে পারেন কিন্তু ব্যবহার করা হয়নি আগে । এর জন্য অবশ্যই ৯ঋকাল এককালীন সাম্মানিক দেবে।
আর দেরি না করে হাত বাড়িয়ে দিন – edit.lyriqal@gmail.com
এই জ্ঞানগুলি আমরা বই আকারে রেখে যেতে চাই।

বই কতদিনই বা টিকবে সে, বা আদবেই ছাপাব কেন? ৯ঋকাল তেমনই কিছু আলোচনার পরিসর। আর আমরা জোগাড় করব দেশছেড়ে নতুন দেশে বাস করা, নতুন জীবিকায় ছুটে চলা মানুষদের কথা, যাদের কথা কেউ শোনে না। আগত আলোচনায় ঢেউ আনবে নতুন নতুন বই। শুভ যাত্রা।